সিপিএ মার্কেটিং মানে কি

Cpa marketing কি ? (what is CPA marketing in Bangla) সিপিএ মার্কেটিং কাকে বলে ?

CPA মানে হলো “cost per action” বা “cost for action”. মানে, একটি ধরে দেওয়া কাজ সম্পূর্ণ সঠিক ভাবে করাতে পারলে আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হবে।

সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়

CPA বা ক্লিক পার অ্যাকশন মার্কেটিং হল একটি অ্যাফিলিয়েট মডেল যেখানে একজন ব্যবহারকারী একটি নির্দিষ্ট ক্রিয়া সম্পাদন করার পরে একটি কমিশন প্রদান করা হয়। এটি হতে পারে, উদাহরণস্বরূপ, একটি ভিডিও দেখুন বা একটি নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করুন, একটি ফরম পূরণ করা, একটি পণ্য ক্রয় করুন ইত্যাদি।

সিপিএ মানে কি

CPA মানে হলো “cost per action” বা “cost for action”. মানে, একটি ধরে দেওয়া কাজ সম্পূর্ণ সঠিক ভাবে করাতে পারলে আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হবে।

সিপিএ মার্কেটিং এর অফার কোনগুলো হয় কেমন হয়ে থাকে

সিপিএ মার্কেটিং এর কয়েকটি অফার- Pay per sale :এ ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্‌থ, ইনসিওরেন্স ইত্যাদি। এছারা আরও বিভিন্ন অফার রয়েছে। যেমন: Financial,Casual dating,Health and Beauty,Gaming,Pin submit,Survey,Mobile app,Travel,Ecommerce ইত্যাদি। ওয়ার্ল্ড এ প্রায় ৫০০ এর উপর সিপিএ মার্কেটপ্লেস রয়েছে।

সেলস এন্ড মার্কেটিং এর কাজ কি

একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ যেকোন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। এ পেশায় থাকলে কোম্পানির পণ্যের বিক্রি বাড়াতে হবে আপনাকে। সাথে পুরানো ও নতুন কাস্টমারদের কাছে সেবা পৌঁছানোর দায়িত্বও থাকবে।

সেলস ও মার্কেটিং কি

সেলস হচ্ছে পণ্য-ভিত্তিক অন্যদিকে মার্কেটিং হচ্ছে গ্রাহক-ভিত্তিক। সেলস হচ্ছে কোম্পানির প্রয়োজন অন্যদিকে মার্কেটিং হচ্ছে গ্রাহকের চাহিদা। সেলস হচ্ছে স্বল্পমেয়াদী অন্যদিকে মার্কেটিং হচ্ছে দীর্ঘ মেয়াদী। সেলস হচ্ছে পণ্য বিক্রয় অন্যদিকে মার্কেটিং হচ্ছে বিজ্ঞাপন, বিক্রয়, গবেষণা, গ্রাহক সন্তুষ্টি, বিক্রয় পরিষেবা ইত্যাদি।

মার্কেটিং কি ও কত প্রকার

কোন ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য কোন এবং লক্ষ্যসমূহ অর্জন করে এমন বিনিময় সৃষ্টির জন্য পরিকল্পনা, মূল্যায়ন, প্রচার-প্রসার, পণ্য এবং সেবাসমূহ বন্টন করার প্রক্রিয়াকে মার্কেটিং (Marketing) বা বাজারজাতকরণ বলে।

ডিজিটাল মার্কেটিং করে কত টাকা ইনকাম করা সম্ভব

ডিজিটাল মার্কেটিং কি এবং কি পরিমান অর্থ আয় করা যায়? এখানের যে কোন একটি বা একাধিক সেক্টরের উপর কাজ শিখে আপনি নিজেকে একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে পাড়েন। এবং আপনি যদি নিজেকে একজন সফল ও অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে পাড়েন আপনি মাসে লাখ টাকার উপরেও আয় করতে পারবেন।

মার্কেটিং এর জনক কে

ফিলিপকে মার্কেটিং জনক হিসেবে সম্মান করা হয়।

বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা কোনটি

বিপণন মতবাদ ১৯৫০ খ্রিষ্টাব্দের মাঝামাঝিতে উদ্ভব হয় এ মতবাদের। এ মতবাদ মতে, ক্রেতাদের চাহিদা ও সন্তুষ্টির নিমিত্তেই লক্ষ্যার্জন করতে হয়। বিক্রয় মতবাদের ‘পণ্যের জন্য ক্রেতা’ ধারণা থেকে বেরিয়ে এসে ‘ক্রেতার জন্য পণ্য’ ধারণার মতো যুগান্তকারী অথচ সম্পূর্ণ বিপরীত ধারণার জন্ম দেয় এই মতবাদ।

প্রাইমারি সেলস কি

প্রাইমারি সেলস একটি উৎপাদন সংস্থা বা জাতীয় সরবরাহকারীর একটি শহর / রাজ্য / অঞ্চল পরিবেশকের বিক্রয়। উদাহরণস্বরূপ, যখন কোনও ব্র্যান্ড পণ্যকে একটি শহরে বিতরণকারীকে চালান করছে, এটি আরও বিক্রেতাদের কাছে বিক্রি করবে, তাকে ‘প্রাইমারি সেলস’ লেনদেন বলা হয়।

বিক্রয় নির্বাহী কি

বিক্রয় নির্বাহী সংজ্ঞা বিক্রয় কার্যনির্বাহক হ’ল ব্যক্তি যারা কোম্পানির সামগ্রিক বিক্রয় কার্যক্রমের জন্য দায়বদ্ধ। বিক্রয় কার্যনির্বাহীর প্রাথমিক কাজ হ’ল পণ্যটি তার গ্রাহকদের সাথে পরিচয় করানো এবং প্রদর্শন করা এবং গ্রাহকের সন্তুষ্টি বজায় রাখা।

সামাজিক বাজারজাতকরণ মতবাদ কি

সামাজিক বিপণন মতবাদ এই মতবাদ অনুসারে ক্রেতা-ভোক্তা, কোম্পানীর পাশাপাশি সমাজের, ভালোর এবং নৈতিকতার দৃষ্টিতে বিপণন পরিচালনার ধারণা উৎপত্তিলাভ করে। এতে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণ মুখ্য হয়ে ধরা পড়ে।

টি এস এম এর কাজ কি

তাকে একটা টার্গেট দিবে যে তোমার জেলা থেকে প্রতিমাসে ১০ লাখ টাকা সেল করতে হবে। তাহলে একটা জেলায় যদি ৫ টি থানা থাকে তাহলে প্রতিটি থানায় একটি করে ডিলার থাকবে এবং প্রতিটি ডিলার পয়েন্টে একটি করে সেলস অফিসার থাকবে। এবার ৫ টি থানায় ২ লাখ করে টার্গেট দিয়ে মোট দশ লাখ টাকা বিক্রি করে নিতে হবে। আর এটাই মূলত টি এস এম এর কাজ।

বিক্রয় ও বিপণন কি

বিক্রয় ও বিপণন ‘বিক্রয়’ তখনই হয় যখন আপনি কোনও গ্রাহকের সাথে মুখোমুখি হন, কোনও ব্যক্তিকে আপনার পণ্যটি কিনতে রাজি হন। বিপণন হ’ল বাজার সম্পর্কে আপনার পছন্দসই পছন্দগুলি যা কার্যকর বিক্রয়কে অনুরোধ করে।

বিপণনের বৈশিষ্ট্য কি

বিপণন- ক্রেতা বা ভোক্তার প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিক্রয়- পণ্য বিক্রয় এবং মুনাফা বৃদ্ধির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। বাজার- স্বল্পমেয়াদী পরিকল্পনা থাকে। বিপণন- দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকে।

Sources

https://bn.surveillancepackages.com/difference-between-sales-executive-and-marketing-executive-286c
http://foresightit-inst.com/blog/15/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%20%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%87%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8
https://www.wikibdia.com/tsm-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%BF/
https://digitaltuch.com/cpa-marketing-bangla/